সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর এলাকায় উপজেলা আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে বুধবার দুপুরে গতকাল দরপত্র প্রদানে বাধা আওয়ামী লীগ কর্মীদের এমন একটি সংবাদ পত্রিকায় প্রকাশিত হওয়ায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবিরের লিখিত বক্তব্যে তিনি জানান, দরপত্র জমাদানে উপজেলা আওয়ামী লীগের কোন নেতাকর্মী জড়িত নয়। বিষয়টি যারা করেছে এটা তাদের ব্যক্তিগত বিষয়। এর দায়ভার দল বহন করবে না। যদি আওয়ামী লীগের কোন নেতাকর্মীর দরপত্র বাধা প্রদানের জড়িত থাকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সিকদার মোশারফ হোসেন, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয় সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক কর্মীরা।