শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন
আশরাফুল আবেদীন, ঈশ্বরদী থেকে॥
বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগীয় পরিবহণ কর্মকর্তার কার্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান সহকারী মাছুদ ইকবালের বিরুদ্ধে অনিয়ম, ঘুষ দূর্নীতি, স্বেচ্ছাচারিতা, দূর্ব্যবহার, স্টাফদের প্রয়োজনীয় কাগজপত্র গায়েব করা,হয়রানী ও অত্যাচারসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। রেলওয়ে পরিবহণ বিভাগের কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি ও স্টেশন মাস্টার আমজাদ হোসেন, বিভিন্ন স্টেশন মাস্টার ও পিম্যানসহ সত্তর জন কর্মচারীদের পক্ষ থেকে পশ্চিমাঞ্চল রেলওয়ের সিওপিএস এর নিকট শাস্তির দাবিতে পাঠানো আবেদনপত্র সূত্রে এসব তথ্য জানাগেছে।
সূত্র মতে, রেলওয়ে পাকশী বিভাগের পরিবহণ কর্মকর্তার অধিনস্ত বিভিন্ন পদে কর্মরত স্টেশন মাস্টার, পয়েন্টসম্যান ও গেটম্যানরা দীর্ঘদিন থেকে সততার সাথে স্ব স্ব পদে দায়িত্ব পালন করলেও পরিবহণ কর্মকর্তার কার্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান সহকারী মাছুদ ইকবাল তাদের নানাভাবে হয়রানী করে আসছেন। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির আশ্রয় গ্রহণ করে আসছেন। সকল কর্মচারিদের সাথে অসদাচরণ, অপকৌশল গ্রহণ ও নানাভাবে অত্যাচার করে থাকেন। কোন কর্মচারী প্রয়োজনে অফিসে আসলেই তাদের সাথে আসামির মত নানাভাবে দূর্ব্যবহার করেন। স্টাফদের বদলী, বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত ও চার্জশীট প্রদানের হুমকি প্রদান করেও অফিস থেকে বের করে দেন।
সূত্র মতে, তার দূর্ব্যবহারের কারণে পাকশী বিভাগীয় পরিবহণ অফিসের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ইতিপূর্বেও উক্ত মাছুদ ইকবাল পশ্চিমাঞ্চলের সিপিও(চীফ পারসোন্যাল) অফিসে কর্মরত থাকা অবস্থায় ব্যাপক দূর্ণীতি ও অনিয়ম এবং কর্মকর্তার স্বাক্ষর জাল করার অপরাধে তাকে শাস্তি স্বরুপ পাকশী বিভাগীয় পরিবহণ কর্মকর্তার কার্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান সহকারী পদে বদলী করা হয়। এদিকে এসব অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে মাছুদ ইকবাল সকল অভিযোগ মিথ্যা ও সঠিক না বলে দাবি করেন।