বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

ঈশ্বরদীর মুলাডুলিতে মুজিব শতবর্ষে শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ

ঈশ্বরদী প্রতিনিধি॥

মুজিব শতবর্ষে ঈশ্বরদীর মুলাডুলি স্বপ্ন কম্পিটার ট্রেনিং সেন্টারের যুগপূর্তি উপলক্ষে আলোচনা সভা, প্রাক্তন শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার সকালে স্বপ্ন কম্পিটার ট্রেনিং সেন্টার চত্বরে আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, মুলাডুলি ইউপি চেয়ারম্যান সেলিম মালিথা, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না,অধ্যক্ষ তুগলগ ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ খোকন, কথা সাহিত্যিক নজরুল ইসলাম মুকুল। প্রধান শিক্ষক সি.এম.আশরাফ সিদ্দিকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, স্বপ্ন কম্পিটার ট্রেনিং সেন্টারের পরিচালক মোস্তফা কামাল। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সনদ ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এলাকার শিক্ষার্থীরা স্বপ্ন কম্পিটার ট্রেনিং সেন্টার এর মাধ্যমে ট্রেনিং গ্রহন করে বাস্তব জীবনে আউট সোসিং এর মাধ্যমে আর্থিক স্বাভলম্বী হওয়া,মাদক মুক্ত যুব সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখাসহ নানাভাবে সমাজকে সহায়তার মাধ্যমে প্রধান মন্ত্রীর ভিশনকে বাস্তবে রুপ দিতে কাজ করায় কর্তৃপক্ষকে প্রশংসা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com