বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক প্রকল্পে রাশিয়ান নাগরিকের মৃত্যু

পাবনা প্রতিনিধি:: পাবনা জেলার ঈশ্বরদীতে ইভানভ অ্যান্টন (৩৩) নামের এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে।

রোববার দিনগত রাত ৮টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিন সিটির লিফটের সামনে থেকে অ্যান্টনের লাশ উদ্ধার করা হয়।

তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রোশেম নামের একটি প্রতিষ্ঠানে ইনস্টলার হিসেবে কর্মরত ছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন প্রকল্পের সাইট ডিরেক্টর প্রকৌশলী আশরাফুল ইসলাম।

এ প্রসঙ্গে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, রাত ৮টার দিকে অ্যান্টন রেস্তোরাঁ থেকে খাবার কিনে গ্রিন সিটির ২ নম্বর ভবনে ফেরার সময় লিফট হতে পড়ে যান। এসময় তিনি কয়েকবার বমি করেন। পরে খবর পেয়ে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com