বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন

ইসরায়েলি হামলায় গাজায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় একদিনে কমপক্ষে ১০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই নিহত হয়েছেন ৬১ জন। খবর আল জাজিরার।

চিকিৎসা সূত্র জানায়, বুধবার ভোর থেকে শুরু হওয়া তীব্র বোমাবর্ষণ ও গুলিতে গাজার উত্তরাঞ্চলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। গাজা সিটির উত্তরে ত্রাণ বিতরণের সময় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হন।

দক্ষিণ গাজার নাসের হাসপাতালের তথ্য অনুযায়ী, রাফাহ’র উত্তরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে সেনাদের গুলিতে অন্তত ১৬ জন প্রাণ হারান। গাজার জরুরি ও অ্যাম্বুলেন্স সেবার হিসেবে, উত্তরে ত্রাণের অপেক্ষায় থাকা মানুষের ওপর গুলিতে আরও ১৪ জন নিহত ও ১১৩ জন আহত হন। সব মিলিয়ে খাদ্যের সন্ধানে থাকা অন্তত ৩৭ জন বুধবার নিহত হন।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ভিক্ষ ও অপুষ্টিতে গত ২৪ ঘণ্টায় তিন শিশুসহ আরও আটজনের মৃত্যু হয়েছে। ফলে উপত্যকাটিতে দুর্ভিক্ষে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৫ জনে, যার মধ্যে ১০৬ জন শিশু।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে প্রবেশ করে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। এর জবাবে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে, যা টানা ১৫ মাসেরও বেশি সময় ধরে চলে। আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হলেও ১৮ মার্চ থেকে পুনরায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।

এছাড়া, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com