মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন

ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

রাজবাড়ী প্রতিনিধি, একুশের কন্ঠ : রাজবাড়ীতে বুধবার (৬ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রবিউল আলমের সাথে রাজবাড়ী জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি অ্যাড. খান মো. জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, রাজবাড়ী রিপোটার্স ইউনিটির সভাপতি মো. হেলাল মাহমুদ, সাধারণ সম্পাদক মো. শিহাবুর রহমানসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা বক্তব্য রাখেন। বক্তব্য শেষে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি-সম্পাদকসহ প্রবীণ সংবাদকর্মীরা।

মতবিনিময় সভায় সংবাদকর্মীরা সদর উপজেলার বিভিন্ন অনিয়ম, বাল্যবিবাহ, মাদক ও উন্নয়ন প্রকল্পে ধীরগতি ও দুর্নীতি নিয়ে কথা বলেন। জেলার সদর উপজেলার বাজারের মধ্যে সবগুলো ফুটপাত দখল হয়ে আছে বলে জানান প্রবীণ সাংবাদিক মো. মোশাররফ হোসেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com