সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

আগামী কোনো কর্মসূচিতে পুলিশের অনুমতি নেব না: গয়েশ্বর

মিরন খন্দকার, গাজীপুর থেকে:: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আগামী কোনো কর্মসূচির জন্য আর কোনো পুলিশের অনুমতি নেব না। জনগণের রাস্তায় জনগণ বসে থাকবে। কেউ উঠাতে পারবে না।

তিনি বলেন, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, আর এখন গনতন্ত্রের জন্য যুদ্ধ করছি। জনগণের টাকায় জনগণের বুকে আর একটি গুলিও চালাবেন না। জনগণ আমাদের সঙ্গে আছে, পুলিশ এসপি আমাদের কিছু লাগবে না।

সরকার পতনের এক দফা দাবিতে টানা ১৫ দিনের কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টঙ্গীতে গাজীপুর মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

টঙ্গী কলেজ গেইট চেয়ারম্যান বাড়ি রোডে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার এবং সঞ্চালনা করেন বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করীম রনি।

সমাবেশের প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধে মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেমেছিল। আজকে মানুষ ঐক্যবদ্ধভাবে আরেকটি যুদ্ধে নেমেছে। সেই যুদ্ধ মানুষের সাংবিধানিক, গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার ফিরিয়ে পাওয়ার যুদ্ধ। বাংলাদেশের মানুষ আজ সিদ্ধান্ত নিয়েছে ফ্যাসিস্ট, অবৈধ দখলদার, অনির্বাচিত শেখ হাসিনাকে বিদায় দেওয়ার। এই সিদ্ধান্ত বাস্তবায়নে আজ লাখও জনতা মাঠে নেমেছে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, কাজী সাইয়েদুল আলম বাবুল, ড. মাজহারুল আলম, শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. সালাহ উদ্দিন সরকার, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, এডভোকেট মেহেদী হাসান এলিস, এডভোকেট আব্দুস সালাম শামীম প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com