সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
মিরণ খন্দকার, গাজীপুর থেকে॥ রোববার থেকে টানা দুই দিনের অবরোধের সমর্থনে শনিবার রাতে গাজীপুরে মশার মিছিল বের করে নগরীর বাসন থানা বিএনপি।
মিছিলটি বাসন থানা বিএনপি’র সভাপতি এজিএস তানভীর সিরাজের নেতৃত্বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।
অপরদিকে শ্রীপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টারের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় অবরোধের সমর্থনে অপর একটি বিক্ষোভ মিছিল বের হয়।