সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন

মোহাম্মদপুরে যৌথবাহিনীর সঙ্গে গোলাগুলিতে দুই সন্ত্রাসী নিহত

মোহাম্মদপুরে যৌথবাহিনীর সঙ্গে গোলাগুলিতে দুই সন্ত্রাসী নিহত

একুশের কণ্ঠ অনলাইন:: রাজধানীর মোহাম্মদপুরে মধ্যরাতে সন্ত্রাসীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলিতে দুই সন্ত্রাসী নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত ১টার দিকে মোহাম্মদপুরের বসিলা ৪০ ফিট এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।

জানা যায়, যৌথবাহিনী রাতে ওই এলাকায় নিয়মিত টহলের সময় হঠাৎ তাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালায়। যৌথবাহিনী পাল্টা গুলি চালালে দুই সন্ত্রাসী নিহত হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার বলেন, বসিলায় যৌথবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখনই বিস্তারিত বলতে পারছি না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com