সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
দোহার প্রতিনিধিঃ ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠায় বেপারী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রায় সহ¯্রাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শিলাকোঠা বেপারী কল্যাণ ট্রাস্টের সভাপতি হাজী আবুল বাশারের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম খন্দকার, ঢাকা জেলা যুবদলের সিনিঃ সহ সভাপতি আবুল হাসেম বেপারী, কুসুমহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মোল্লা।
কম্বল বিতরণ অনুষ্ঠানে আশফাক বলেন, যে কোনো দুর্যোগময় পরিস্থিতিতে দোহার নবাবগঞ্জের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এই শীতে নদী পারের মানুষ অনেক কষ্টে আছে। বেপারী কল্যাণ ট্রাষ্ট তাদের পাশে দাড়িয়েছে । এভাবে বিত্তবানরা এগিয়ে সমাজের দারিদ্র জনগোষ্ঠির দু;খ লাঘব হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের দু:খ কষ্টে পাশে দাড়াতে হবে। রাজনীতি মানে জনসেবা ও এলাকার উন্নয়ন। ব্যক্তিগত লাভের চিন্তা না করে আসুন সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ ও নির্দেশনা মেনে এগিয়ে যাই।
আরো উপস্থিত ছিলেন শিলাকোঠা বেপারী কল্যান ট্রাস্টের সাধারন সম্পাদক মিজানুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক মোশারফ বেপারী, কোষাধ্যক্ষ আরিফ বেপারী সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।