রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০২:০৪ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: সুদানের পশ্চিমাঞ্চলের অবরুদ্ধ এল-ফাশার শহরে একটি বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্রে বিদ্রোহী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ড্রোন হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। খবর বিবিসি’র।
শনিবার (১১ অক্টোবর) শহরের একটি বিশ্ববিদ্যালয় মাঠে অবস্থিত আশ্রয়কেন্দ্রটি লক্ষ্য করে হামলা চালায় আরএসএফ বাহিনী।
স্থানীয় সূত্রগুলো জানায়, হামলার পরও বহু মরদেহ ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছে। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু।
স্থানীয় প্রতিরোধ কমিটি এক বিবৃতিতে ঘটনাটিকে “গণহত্যা” হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। কমিটির দাবি, আরএসএফ ইচ্ছাকৃতভাবে বেসামরিক জনবসতি ও আশ্রয়কেন্দ্রগুলোকেই লক্ষ্যবস্তু করছে।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশজুড়ে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন।
জাতিসংঘের তথ্যমতে, এ পর্যন্ত প্রায় আড়াই কোটি মানুষ তীব্র খাদ্যসংকট ও দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছেন, আর লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবন যাপন করছেন।
এল-ফাশার বর্তমানে দারফুর অঞ্চলের সর্বশেষ রাজ্য রাজধানী, যা এখনও সরকারি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। বিশ্লেষকদের মতে, পশ্চিম দারফুরে আধাসামরিক বাহিনীর ক্ষমতা সংহত করার প্রচেষ্টার মধ্যেই শহরটি যুদ্ধের নতুন কৌশলগত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলছে, শহরের পরিস্থিতি এখন এতটাই ভয়াবহ যে একে “খোলা আকাশের নিচে মর্গ” হিসেবে বর্ণনা করা হচ্ছে। বেসামরিক লোকজন নিরাপদ আশ্রয় বা চিকিৎসা সেবা ছাড়াই মৃত্যুর মুখে পড়ছেন।
আন্তর্জাতিক সংস্থাগুলো এই হামলার নিন্দা জানিয়েছে এবং দ্রুত যুদ্ধবিরতি ও মানবিক করিডর স্থাপনের আহ্বান জানিয়েছে।