শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

শৈলকুপায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি॥ “অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি যোগাবে নতুন মাত্রা” “সবুজে বাঁচি, সবুজ বাচাই, নগর প্রাণ-প্রকৃতি সাজাই” এই শ্লোগানে ঝিনাইদহের শৈলকুপায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা ২০১৮ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ উসমান গনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু, ফরেষ্টার আবু নঈম মোঃ নুরুন্নবী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম নবী, উপ সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোজাম্মেল হক, সমাজসেবা কর্মকর্তা মাসুদ আহমেদ, প্রেসক্লাব সভাপতি এম হাসান মুসা প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুবায়ের আহমেদ। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী এ ফলদ বৃক্ষ মেলা শেষ হবে আগামী ৩০ আগষ্ট।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com