বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন

শারদীয় দুর্গাপূজা নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশের ২ হাজার ৮৫৭টি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে সীমান্তবর্তী এলাকাসহ রাজধানী ঢাকায়ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিজিবি জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের বিভিন্ন স্থানে ২৪টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিশেষ টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

নিরাপত্তার আওতায় থাকা পূজামণ্ডপগুলোর মধ্যে সীমান্তবর্তী এলাকায় রয়েছে ১ হাজার ৪১১টি। বাকি ১ হাজার ৪৪৬টি পূজামণ্ডপ সীমান্ত এলাকার বাইরে। এর মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনে রয়েছে ৪৪১টি পূজামণ্ডপ। চট্টগ্রাম মহানগরী, রাউজান ও রাঙ্গুনিয়ায় রয়েছে ৬৯৪টি এবং দেশের অন্যান্য স্থানে রয়েছে ৩১১টি পূজামণ্ডপ।

বিজিবি বলছে, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com