বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের রৌমারীতে ৩ হাজার ১০৫ পিস ইয়াবাসহ কুখ্যাত দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৩টায় রৌমারী উপজেলার সদর ইউনিয়নের রতনপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- রৌমারী সদর ইউনিয়নের খাটিয়ামারি এলাকার সিরাজুল ইসলামের পুত্র ফকির ওরফে জাহের আলী ফকির (৪০) ও রতনপুর এলাকার আব্দুল সালামের পুত্র রফিকুল ইসলাম ওরফে সাগর (৩৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রতনপুর এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ১০৫ পিস ইয়াবাসহ ৭টি মামলার আসামী ফকির ওরফে জাহের আলী ফকির ও ৬টি মামলার আসামী রফিকুল ইসলাম ওরফে সাগরকে গ্রেফতার করা হয়।
রৌমারী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুশাহেদ খান জানান, আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।