মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরে গোসল করতে নেমে তিন স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
রোববার (২৫ জুন) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- স্থানীয় হোড়গাঁও গ্রামের রোকনউদ্দিনের মেয়ে ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আফসানা আক্তার (১২), হবিগঞ্জের নবীগঞ্জ থানাধীন বাওচা গ্রামের রোমান মিয়ার মেয়ে ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মারিয়া (১১) এবং নেত্রকোনার দুর্গাপুর থানাধীন তেলাচি গ্রামের সালামের মেয়ে ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সুবর্না আক্তার (১২)।
তারা সবাই রূপগঞ্জের হোড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
নিহতদের পরিবারের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, রোববার দুপুর ১২টার দিকে স্থানীয় শিশু মিয়ার পুকুরে ওই শিশুরা গোসল করতে নামে। সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যায়। পরে দুপুর ১টার দিকে স্থানীয়রা তাদের পানি থেকে উদ্ধার করে পাশের ইউএস বাংলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে লাশের সুরতহাল সম্পন্ন করেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।