শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
রাজবাড়ী প্রতিনিধি::
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকা থেকে পূর্বাশা পরিবহন রেজিঃ নং ঢাকা মেট্রো-ব-১১-৫৩২০ এর এক যাত্রীর কাছ থেকে সরকারি শুল্ক ও কর ফাঁকি দেওয়া ৭২টি ভারতীয় সাওমি রেডমী মোবাইল উদ্ধার করেছে রাজবাড়ী ডিবি পুলিশ।
আটককৃত আসামী মোঃ আতিয়ার রহমান রঞ্জু চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
রোববার (২ ফেব্রুয়ারী) দুপুরে প্রেস কনফারেন্স এর মাধ্যমে এ তথ্য জানান রাজবাড়ী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম।
তিনি সাংবাদিকদের বলেন, পূর্বাশা পরিবহন যাত্রী মোঃ আতিয়ার রহমান রঞ্জু সরকারি শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে ৭২টি মোবাইল বাংলাদেশের রাজধানী ঢাকায় পাচার করার উদ্যোশে বহন করে নিয়ে যাচ্ছিল। এ সময় গোয়ালন্দ থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। তিনি আরো বলেন, তবে আতিয়ার একা নয় এর সাথে আরো জড়িত আছে আরো অনেকই। ভারত থেকে একজন বডার পুর্যন্ত এর পর দর্শনা বডারে আরেক জন এর পরে দুই হাত বদল হয়ে আসে তার কাছে। তিনি নিয়ে দিবেন আবার আরেক জনের কাছে। এভাবেই এরা দীর্ঘদিন যাবত এমন ব্যবসা করে আসছে। উদ্ধারকৃত মোবাইলের বর্তমান বাজার মূল্য অনুমান ১৯,৭১,০০০/- টাকা।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, টি আই মোঃ আবুল হোসেন, গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক মো: জিয়ারুল ইসলাম সহ পুলিশের অন্যন্য অফিসার বৃন্দ।
রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মোঃ ওমর শরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে ১ ফেব্রুয়ারী (শনিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। এসময় দর্শনা থেকে ছেড়ে আসা পুর্বাশা নামে একটি যাত্রীবাহী বাস টার্মিনাল সংলগ্ন “মা জননী” খাবার হোটেলের সামনে দাড় করিয়ে তল্লাশি করা হয়। এ সময় ৭২টি মোবাইল সহ আসামী আতিয়ারকে আটক করা হয়।
আসামীর বিরুদ্ধে এএসআই/মোঃ মেহেদী হাসান বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় স্পেশাল পাওয়ার এ্যাক্ট’১৯৭৪ আইনে ২৫-বি(বি) ধারায় মামলা দায়ের করেছেন।