বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ইরানের সর্বোচ্চ জনপ্রিয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ‘সরাসরি যুদ্ধে প্রবেশ করেছে কারণ তারা মনে করেছিল যে যদি তা না হয়, তাহলে ইহুদিবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে।’
আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই কথা বলেন।
খামেনি বলেন, যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি। ইরান ‘বিজয়ী’ হয়ে উঠতে পেরেছে এবং ‘যুক্তরাষ্ট্রের মুখে জোরালো থাপ্পড় মেরেছে।’
পরবর্তী ইংরেজি ভাষার একটি বার্তায় খামেনি বলেছেন, ‘ইসলামী প্রজাতন্ত্র যুক্তরাষ্ট্রের মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে।’
বেশ কয়েকদিন ধরেই জনসমক্ষে আসছিলেন না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। এজন্য ইরানের সাধারণ মানুষ থেকে শুরু করে শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সবার মনেই প্রশ্ন যে সুস্থ আছেন তো খামেনি? সব জল্পনা উড়িয়ে এবার সামনে আসার ঘোষণা দেন খামেনি। টেলিভিশনে দেওয়া ভাষণে জাতির উদ্দেশে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র খুব বেশি কিছু অর্জন করতে পারেনি। প্রেসিডেন্ট ট্রাম্প ‘শোম্যানশিপ’ দেখিয়েছেন।