শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন

মিরপুরে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৬

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: রাজধানীর মিরপুরের রূপনগরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জন হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, রূপনগরে আগুনের ঘটনায় প্রথমে নয়জনের লাশ উদ্ধার করা হয়েছিল, পরে আরো সাতজনের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের ভাষ্যমতে, রাসায়নিকের গুদামের আগুন এখনো নেভেনি। পোশাক কারখানার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণচেষ্টার পাশাপাশি সেখানে তল্লাশি চালানো হচ্ছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সেখানে এই আগুনের সূত্রপাত ঘটে। চারতলা ভবনে থাকা ‘আনোয়ার ফ্যাশন’ নামের একটি পোশাক কারখানা এবং তার পাশে থাকা টিনশেড ঘরে রাসায়নিকের গুদামে এই অগ্নিকাণ্ড ঘটে।

এর মধ্যে কারখানা থেকে নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে বিকেল সোয়া ৪টার দিকে এবং পরে সন্ধ্যা সোয়া ৭টায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জন হওয়ার কথা জানায় ফায়ার সার্ভিস।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com