রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নেয়া হয় ওসমান হাদির লাশ |সংগৃহীত নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির লাশ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে রাজধানীর শহীদ সোহ্রাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেয়া হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে তার লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সটি আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে স্থানান্তর করা হয়।
জানা গেছে, জানাজা ও দাফনের আগে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ওসমান হাদির লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।
পূর্বঘোষিত সময় অনুযায়ী, বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির নামাজে জানাজা হওয়ার কথা রয়েছে। এরপর তার লাশ নেয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের কাছেই দাফন করা হবে তাকে।
শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলায়েন্সের একটি বিমানে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায় ওসমান হাদির লাশ। এরপর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে লাশ রাখা হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তার মৃত্যুর খবর জানানো হয়।
সূত্র : বিবিসি