শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ

নিজস্ব প্রতিবেদক:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার (২৯ ডিসেম্বর)। নির্বাচনে অংশ নিতে রোববার (২৮ ডিসেম্বর) বিকাল ৫টা পর্যন্ত ৩ হাজার ১৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর থেকে এই মনোনয়ন পত্র গ্রহন করেন সম্ভাব্য প্রার্থীরা।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের গতকালের সাক্ষরিত প্রার্থীদের সংখ্যাগত তথ্যের তালিকা থেকে এই তথ্য জানা যায়।

হুমায়ুন কবীর জানান, ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলে এখন পর্যন্ত ৩ হাজার ১৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন। এর বিপরীতে মনোনয়নপত্র দাখিলে করেছেন ১৬৬ জন।

জানা যায়, রংপুর আঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ করেছেন ২৫৮ জন আর জমা দিয়েছেন ছয় জন। রাজশাহী অঞ্চলে গ্রহণ করেছেন ৩০৫ জন আর জমা দিয়েছে ২০ জন। খুলনা অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ করছেন ৩৪৭ জন আর জমা দিয়েছেন ২০ জন। বরিশাল অঞ্চলে গ্রহণ করেছেন ১৮২ জন, জমা ১৫ জনের। ফরিদপুর অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ ১৫৫ জন আর জমা ১৭ জনের। ঢাকা অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ ৫৯৬ জন আর জমা দিয়েছেন ২২ জন। এছাড়া ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে যথাক্রমে ৩৮৩, ৪৬২, ১৬৯ ও ২৮৭ জন মনোনয়নপত্র গ্রহণ করছেন আর জমা দিয়েছেন ১৫,২৮,১০ ও ১৩ জন।

এদিকে আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত রয়েছে।

১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।এরপর গত ১৮ ডিসেম্বর তফসিলসংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করে ইসি। সেখানে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় দুদিন কমিয়ে আপিল নিষ্পত্তির সময় দুদিন বৃদ্ধি করা হয়।

উল্লেখ্য, সংশোধিত তফসিলের নির্বাচন সময় সূচি অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com