সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় আশ্রায়ন প্রকল্পে গভীর নলকূল স্থাপনের সময় অসাবধানতা বশত পিডিবির তারের সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে জামাল মিয়া (৪২) নামে এক নলকূপ মিস্ত্রির মৃত্যু হয়েছে।
জানা যায়, বুধবার সকালে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভায়াবহ পূর্বপাড়া আশ্রয়ণ প্রকল্পে মল্লিকবাড়ি পশ্চিমপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে জামাল উদ্দিন গভীর নলকূপ বসাতে যায়। এ সময় অসতর্কতাবশত উপরে থাকা পিডিবির বিদ্যুৎ সঞ্চালন লাইনের সাথে টিউবওয়েলের পাইপের স্পর্শ লাগে। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) সজিব রহমান জানান, বিদ্যুৎপৃষ্টে নিহত জামাল মিয়ার লাশ উদ্ধার করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দাফন করার জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।