মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন

বিশ্বব্যাপী স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান সৌদি আরবের

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: বিশ্বব্যাপী স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব। পাশাপাশি গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় দেশটি।

সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধীনে আয়োজিত এক উচ্চপর্যায়ের শান্তি সম্মেলনে সৌদি আরব এই অবস্থান পুনর্ব্যক্ত করে। সম্মেলনটি সৌদি আরব ও ফ্রান্সের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়, যার লক্ষ্য ছিল ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বে দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য বৈশ্বিক সমর্থন জোরদার করা।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পক্ষে বক্তব্য দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। তিনি বলেন, “ইসরায়েলের অব্যাহত আগ্রাসী কর্মকাণ্ড আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টাকে দুর্বল করছে।”

তিনি ইসরায়েলের বর্বরোচিত অপরাধ এবং আরব ও মুসলিম দেশগুলোর সার্বভৌমত্বে হামলার তীব্র নিন্দা জানান। একইসঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় ধন্যবাদ জানান।

প্রিন্স ফয়সাল আরও বলেন, কেবল দ্বি-রাষ্ট্র সমাধানই স্থায়ী শান্তির পথ খুলে দিতে পারে। ফিলিস্তিনের প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠা, আন্তর্জাতিক আইন, জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাব এবং আরব শান্তি উদ্যোগের ভিত্তিতে তাদের বৈধ ও ঐতিহাসিক অধিকার নিশ্চিত করার জন্য বৈশ্বিক ঐক্য প্রয়োজন।

এ সময় তিনি জাতিসংঘের সাম্প্রতিক নিউইয়র্ক ঘোষণাকে স্বাগত জানান, যেখানে ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪২টি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পক্ষে ভোট দেয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com