শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন
বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: বান্দরবানে দ্য রেড জুলাই টিমের আহ্বায়ক কমিটি গঠন, জুলাইয়ের চেতনায় কাজ করার প্রত্যয়। জুলাই বিপ্লবের শহিদদের স্মরণীয় করে রাখতে, তাদের উদ্দীপনাকে ধারণ করে তা গণমানুষের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক, অলাভজনক ও সেচ্ছাসেবী সংগঠন দ্য রেড জুলাই। বান্দরবান জেলায় দ্য রেড জুলাই টিমের সার্বিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
নবগঠিত কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন জুলাই আন্দোলনে বান্দরবানে নেতৃত্বদানকারী ছাত্রনেতা আসিফ ইকবাল, যুগ্ম আহ্বায়ক মিছবাহ উদ্দীন, সদস্য সচিব মিনহাজ উদ্দীন, মূখ্য সংগঠক হাবিব আল মাহমুদ, যুগ্ম মূখ্য সংগঠক আশরাফুল ইসলাম রিয়াদ, রবিউল হাসান এবং মূখপাত্র মনোনীত হয়েছেন রুমি সেন।
শুক্রবার দ্য রেড জুলাই এর কেন্দ্রীয় আহ্বায়ক শাহরিয়ার রহমান সাদ ও সদস্য সচিব মোঃ সজিব হোসাইন ৪১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন। এই কমিটি আরো বর্ধিত হবে বলে
কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ ১৫ বছরের স্বৈরাচারের পতন হয়। অবসান হয় জুলুমের। আওয়ামী-সন্ত্রাস ও স্বৈরাচারের সূচনালগ্ন থেকে গণহত্যার লাল জুলাই পর্যন্ত যারা শহিদ হয়েছেন সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করে দ্য রেড জুলাই টিম।
বিশেষ করে ৩৬ জুলাই পর্যন্ত যারা শহিদ হয়েছেন, আহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন তাদের তথ্য-উপাত্ত যাচাইপূর্বক সংগ্রহ করা শুরু করেছে টিম রেড জুলাই। জুলাইয়ের সেই শহিদদের স্মরণীয় করে রাখতে, তাদের উদ্দীপনাকে ধারণ করে তা গণমানুষের মধ্যে পৌঁছে দিতে রেড জুলাই টিমের এই উদ্যোগ। রেড জুলাই টিম পৃথিবীতে যত অন্যায়, অত্যাচার ও বৈষম্য আছে তার বিরুদ্ধে শান্তি ও ন্যায়বিচারের পক্ষে কাজ করে যাবে।
রেড জুলাই টিম, বান্দরবান জেলার আহ্বায়ক ছাত্রনেতা আসিফ ইকবাল বলেন, জুলাইয়ের বীর শহিদদের স্মৃতি স্মরণীয় করে রাখতে, তাদের আত্মত্যাগ ও দেশপ্রেমের কথা গণমানুষের কাছে পৌঁছে দিতে, দীর্ঘ ১৬ বছরের আওয়ামী দুঃশাসনের চিত্র দেশবাসীর কাছে তুলে ধরতে এবং সমস্ত অন্যায় ও জুলুমের বিরুদ্ধে অবিচল কাজ করে যাবে দ্য রেড জুলাই টিম বান্দরবান। আমরা জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ বান্দরবানের সকল ছাত্র-জনতাকে সাথে নিয়ে কাজ করে যাবো।
উল্লেখ্য, দ্য রেড জুলাই সম্পূর্ণরূপে একটি অরাজনৈতিক, অলাভজনক ও সেচ্ছাসেবী সংগঠন। রেড জুলাইয়ের এই উদ্যোগের সাথে যে কেউ যেকোনো সময় স্বেচ্ছাসেবক বা সংগঠক হিসেবে যোগ দিতে পারবেন।