বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
মো. সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি ।।
তীব্র তাপদাহে তৃষ্ণার্তদেরকে জেলা পুলিশ খাবার স্যালাইন-পানি ও গামছা বিতরণ করছেন। জেলা জুড়ে সপ্তাহব্যাপী তীব্র তাপদাহ চলছে। এতে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ ও বিপর্যস্ত। নিন্মআয়ের মানুষেরা দিনমজুর শ্রমিক রিক্সাচালক পড়েছে সব থেকে নিদারুণ কষ্টে।
তৃষ্ণার্তদেরকে জেলা পুলিশ খাবার স্যালাইন-পানি ও গামছা বিতরেণর সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমদাদা হুসাইন, পুলিশের ফরিদপুর সদর সার্কেল সালাউদ্দিন, কোতয়ালী থানার ওসি মো. হাসানুউজ্জামান প্রমুখ।
ফরিদপুরের পুলিশ সুপার মোর্শেদ আলম বলেন, এই তাপদাহ যতদিন পর্যন্ত চলবে, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিনামূল্যে আমাদের এই সুপেয় খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ চলবে।
তিনি বলেন এই কর্মসূচির পাশাপশি মানুষকে সচেতন করতে বিভিন্নভাবে লিফলেট এবং বিভিন্ন ফেসবুকে প্রচার প্রচারণার মাধ্যমে সবাই এইতাপদাহে সর্তকতা অবলম্বন করে। সহনীয় জামা কাপড় পড়ে বিশেষ করে শ্রমজীবী যারা তারা যেন সাবধান থাকে।
উল্লেখ্য, গত দশ দিন যাবত ফরিদপুরের তাপমাত্রা ৩৬ ডিক্রি সেলসিয়েস থেকে ৪১.০৫ ডিক্রি সেলসিয়েস এ চলমান রয়েছে ।