বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন

পাকিস্তানের পাল্টা হামলায় ভারতীয় পাঁচ বিমান ভূপাতিত

পাকিস্তানের পাল্টা হামলায় ভারতীয় পাঁচ বিমান ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের শহরগুলোতে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর পাকিস্তানের সশস্ত্র বাহিনী প্রতিশোধমূলক হামলা চালিয়ে ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) পাঁচটি জেট, একটি ড্রোন ভূপাতিত করেছে এবং ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করে দেওয়া হয়েছে। খবর জিও নিউজের।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন যে ভারতীয় বিমানের সঙ্গে সংঘর্ষের পর পাকিস্তান বিমান বাহিনীর সমস্ত জেট নিরাপদে রয়েছে।

ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) ধ্বংসপ্রাপ্ত জেটের মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফায়েল, একটি এসইউ৩০এমকেআই এবং একটি এমআইজি-২৯ ফুলক্রাম রয়েছে বলে একজন সামরিক মুখপাত্র রয়টার্সকে নিশ্চিত করেছেন।

পাকিস্তানের সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ রেখার (এলওসি) ধুন্দিয়াল সেক্টরে একটি পোস্ট ধ্বংস করেছে এবং একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর অবস্থানের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র গুলিবিনিময় চলছে।

বুধবার ভোরে লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী বলেন, পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের শহরগুলোতে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে আটজন পাকিস্তানি নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন।

আইএসপিআর ডিজি বিস্তারিতভাবে জানিয়েছেন যে ভারত পাকিস্তানের ছয়টি স্থানে ২৪টি আক্রমণ চালিয়েছে এবং সমস্ত লক্ষ্যবস্তু বেসামরিক প্রকৃতির ছিল, যার বেশিরভাগই মসজিদ। ভারতীয় অস্ত্রশস্ত্র আশপাশের আবাসিক কাঠামোরও ক্ষতি করেছে।

ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশীদের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে ভারতীয় হামলাগুলো করা হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মধ্যরাতের কিছুক্ষণ পরেই কোটলি, বাহাওয়ালপুর, মুরিদকে, বাগ এবং মুজাফফরাবাদসহ একাধিক শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, রয়টার্সের মতে, আজাদ জম্মু ও কাশ্মীরের মুজাফফরাবাদের কাছে পাহাড়ি অঞ্চলেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিস্ফোরণের ফলে শহরজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে, এলাকা অন্ধকারে ডুবে যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com