শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

পাকিস্তানের কাছে সুপার ওভারে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:: রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ ‘এ’ দলের সাথে সুপার ওভারের নাটকীয় ম্যাচে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান শাহিনস।

রোববার দোহার ওয়েস্ট ইন্ড পার্ক আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত নাটকীয় ম্যাচে শেষ ওভারে শেষ বলে দরকার ছিল ২ রানের। তবে ১ রান নেওয়া ম্যাচ সুপার ওভারে গড়ায়।

এদিন বাংলাদেশ ১২৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে। ৯৬ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ ‘এ’ দল। এরপর অবিশ্বাস্য কিছুই করলেন রিপন মণ্ডল। পাকিস্তান শাহিনসের ইনিংসে বল হাতে ৩ উইকেট নেওয়া পেসার ব্যাট হাতেও খেললেন ১১ রানের ইনিংস। আরেক পেসার আবদুল গাফফারও (১৬*) সাহায্যের হাত বাড়ালেন। ১৯তম ওভারে ২০ রান তুললেও অবশ্য শেষ ওভারে ৭ রানের সমীকরণ মেলাতে পারেননি তারা। তবে শেষ বলে ১ রান নিয়ে ম্যাচটা টাই করে সুপার ওভারে নিয়ে যায়।

পরে সুপার ওভারে ব্যাট করতে নেমে ৬ রান করে বাংলাদেশ ‘এ’ দল। জবাবে, ব্যাট করতে নেমে পাকিস্তান শাহিনস সহজেই জয় তুলে নিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে চ্যাম্পিয়ন।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com