বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

দৌলতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

ফরিদ আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের একটি গ্রামের ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উপজেলার হাসানপুর গ্রামের জাফের আলীর ছেলে শাকির হোসেন (৩৬) নামের একজন ভ্যান চালককে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে এ ঘটনাটি ঘটে।

সূত্রে জানা গেছে, ভ্যান চালক শাকির হোসেন তার ভ্যান যোগে ঐ মাদ্রাসা ছাত্রীকে ঝাউদিয়ার একটি মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে তাকে ভ্যান থেকে নামিয়ে ঝাউদিয়ার একটি গোরস্থানের নির্জন স্থানে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষন করে।

ধর্ষণ পরবর্তী সময়ে ভ্যান চালক শাকির হোসেন বিষয়টি কাউকে না জানানোর জন্য মাদ্রাসা ছাত্রীকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে মাদ্রাসায় পৌছে দেয়।

এবিষয়ে মাদ্রাসা ছাত্রী ভয়ে কাউকে কিছু না জানিয়ে মাদ্রাসা থেকে ফিরে তার পরিবারের কাছে বিষয়টি জানালে, সেই দিন রাতেই ঐ ছাত্রীর বাবা বাদি হয়ে দৌলতপুর থানায় একটি ধর্ষণ মামলা দয়ের করলে দৌলতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ভ্যান চালক শাকির হোসেনকে গ্রেফতার করে।

এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান জনান, ১৩ বছর বয়সী এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক শাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে এরই মধ্যে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ভ্যানচালক শাকির হোসেনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com