রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

তফসিল ঘোষণার তারিখ জানালেন ইসি মাসউদ

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পরিকল্পনা অনুযায়ী বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর অথবা প্রয়োজন হলে বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে।

মঙ্গলবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বিটিভি ও বেতারকে চিঠি দিচ্ছে ইসি সচিবালয়। ভাষণের মাধ্যমেই তফসিল ঘোষণা হবে। ১০ ডিসেম্বরও হতে পারে, তবে ১১ ডিসেম্বরের মধ্যে তফসিল দিতেই হবে।

ইসি সূত্র জানায়, রাষ্ট্রপতির সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন তফসিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড করবেন। রেকর্ডিং শেষে একই দিনের সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ প্রচার করা হতে পারে। তবে কোনো কারণে বুধবার ঘোষণা সম্ভব না হলে বৃহস্পতিবার তা নিশ্চিতভাবে জানানো হবে।

তফসিল ঘোষণার ভাষণে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা এবং নির্বাচনী আচরণবিধি পালনের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।

জানা যায়, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের তারিখ নির্ধারণের প্রস্তাব তফসিলে থাকতে পারে। এ উদ্দেশ্যে ইতোমধ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে সিইসির ভাষণ রেকর্ড করার জন্য আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ একটি জাতীয় ভোট পরিচালনার দায়িত্বে যাচ্ছে। শুরুতেই এ ধরনের বড় নির্বাচনের আয়োজনকে কমিশনের জন্য বড় ধরনের পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com