শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

ঢাকা-৩ আসনে গয়েশ্বর, শাহীনুরসহ আটজনের মনোনয়নপত্র বৈধ, ৮ জনের বাতিল

কেরানীগঞ্জ প্রতিনিধি:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ (কেরানীগঞ্জের একাংশ) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপির মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় ও জামায়াতের মনোনীত প্রার্থী শাহীনুর ইসলামসহ আটজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. নাজিমউদ্দিন মাস্টার, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রেজাউল কবির ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলীসহ আটজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম তাঁর কার্যালয়ে আয়োজিত মনোনয়নপত্র যাচাই-বাছাই সভায় এ ঘোষণা দেন।

প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের কারণ ব্যাখ্যা করে রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম বলেন, নাজিমউদ্দিনের মনোনয়নপত্রে কিছু অসঙ্গতি পাওয়া গেছে। এসব কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আরেক প্রার্থী রেজাউল কবিরের বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে, যেগুলোর সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। পাশাপাশি ঋণখেলাপির তালিকায়ও রেজাউল কবিরের নাম আছে। এসব কারণে তাঁর মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়েছে।

মনোনয়ন বাতিলের প্রতিক্রিয়ায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন মাস্টার বলেন, একটি ভুলের কারণে আমার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। তবে ইতোপূর্বে আমি মনোনয়নপত্র (উইথড্র) করার সিদ্ধান্ত নিয়েছি।

মনোনয়নপত্র দাখিলকারী ১৬ প্রার্থী হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলীয় প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়, জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহীনুর ইসলাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন মাস্টার, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী, সাবেক ছাত্রদল নেতা মনির হোসেন, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী সুলতান আহম্মেদ খাঁন, গণফোরামের প্রার্থী রওশন ইয়াজদানি, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রেজাউল কবির, ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লার মা পারুল মোল্যা, গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো. সাজ্জাত, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মোহাম্মদ জাফর, সাবেক সংসদ সদস্য প্রয়াত নাসির উদ্দিন পিন্টুর ভাই রিয়াজউদ্দিন আহমেদ মনি, জাতীয় পার্টি (জেপি) প্রার্থী মো. ফারুক হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) প্রার্থী মজিবুর হাওলাদার, গণসংহতি আন্দোলনের প্রার্থী বাচ্চু ভূঁইয়া ও স্বতন্ত্র প্রার্থী বেলাল হোসেন।

যাচাই-বাছাই শেষে নাজিমউদ্দিন মাস্টার, রিয়াজউদ্দিন আহমেদ, রেজাউল কবির, মোজাদ্দেদ আলী, মনির হোসেন, পারুল মোল্যা, মোহাম্মদ জাফর ও মো. ফারুক হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর। পরদিন থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাতিল হলে নিয়ম অনুযায়ী আপিলের সুযোগ পাবেন আগ্রহী প্রার্থীরা। বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল দাখিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর কমিশনের নির্দেশনা অনুযায়ী চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com