শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন

ডোমিনিকান প্রজাতন্ত্রে নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৯৮

ডোমিনিকান প্রজাতন্ত্রে নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৯৮

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ক্যারিবীয় দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিঙ্গোয় একটি নাইট ক্লাবের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৯৮ জনে পৌঁছেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এসময় আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি।

মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে জেট সেট নাইটক্লাবে জনপ্রিয় মেরেঙ্গু গায়ক রুবি পেরেজের একটি কনসার্টে এই ঘটনা ঘটে। ধ্বংসস্তূপে আটকা পড়াদের মধ্যে তিনিও ছিলেন বলে জানা গেছে।

নিহতদের মধ্যে একজন প্রাদেশিক গভর্নর ও সাবেক মেজর লীগ বেসবল পিচার অক্টাভিও ডোটেলও ছিলেন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর হাসপাতালে নেয়ার পথে ৫১ বছর বয়সী ডোটেল মারা যান।

ঘটনাস্থলের ভেতরে শত শত মানুষ ছিলেন এবং প্রায় ৪০০ উদ্ধারকারী এখনো জীবিতদের সন্ধান করছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইমার্জেন্সি অপারেশনস সেন্টারের (সিওই) পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্ডেজ বলেছেন, তিনি আশাবাদী ধসে পড়া ছাদের নিচে চাপা পড়া অনেকেই এখনো বেঁচে আছেন।

জেট সেট সান্টো ডোমিঙ্গোর একটি জনপ্রিয় নাইটক্লাব যেখানে সোমবার সন্ধ্যায় নিয়মিত নৃত্য সঙ্গীত কনসার্টের আয়োজন করা হয়। রাজনীতিবিদ, ক্রীড়াবিদ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিহতদের মধ্যে মন্টে ক্রিস্টি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজও রয়েছেন বলে প্রেসিডেন্ট লুইস আবিনাদার জানিয়েছেন। তিনি ছিলেন সাতবারের মেজর লীগ বেসবল অল-স্টার সাবেক বেসবল খেলোয়াড় নেলসন ক্রুজের বোন।

এদিকে, ডোটেল ১৯৯৯ সালে নিউ ইয়র্ক মেটসের হয়ে খেলা শুরু করেন এবং ২০১৩ সাল পর্যন্ত হিউস্টন অ্যাস্ট্রোস, ওকল্যান্ড এ’স, নিউ ইয়র্ক ইয়াঙ্কিস, শিকাগো হোয়াইট সক্স এবং ডেট্রয়েট টাইগার্সের মতো দলগুলোর হয়ে খেলেন।

নাইট ক্লাবটির ছাদ কীভাবে ধসে পড়ল সেটি এখনো জানা যায়নি। ড্রোন থেকে নেয়া ফুটেজে দেখা গেছে, ক্লাবটির ছাদের মাঝের অংশ ধসে গর্ত তৈরি হয়েছে। সেখানেই মূলত সবাই ছিলেন।

একটি ভিডিওতে দেখা গেছে, একটি ব্যান্ডদল গান পরিবেশন করছে। ওই সময় স্টেজের কাছ থেকে একজনকে আঙুল দিয়ে দেখান যে ক্লাবের পেছনে কিছু একটা পড়েছে। এর কিছুক্ষণের মধ্যে ছাদে থাকা লাইটগুলো ধসে পড়তে থাকে। এরপর মুহূর্তের মধ্যে পুরো ছাদটি ধসে পড়ে। ওই সময় মানুষের গোঙানি ও আত্মচিৎকার শোনা যায়। এর কয়েক সেকেন্ড পর ভিডিওটি কালো হয়ে যায়।

সূত্র : বিবিসি

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com