শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থী ও ট্রাফিক পুলিশের সচেতনতামুলক সভা

ঝিনাইদহ প্রতিনিধি॥ ট্রাফিক সেবা সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থী ও ট্রাফিক পুলিশের সচেতনতা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা ট্রাফিক বিভাগের আয়োজনে রোববার দুপুরে শহরের কাঞ্চননগর স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ট্রাফিক ইন্সপেক্টর কৃষ্ণ পদ সরকার, সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক, কলেজ অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস, সদর থানার এস আই কবির হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে স্কুল, কলেজে যাওয়া আসাসহ সড়কে চলাচলের সময় সচেতন থাকার পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার জন্য শিক্ষার্থীদের আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com