শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে ডাকাতদের হামলায় সেনা সদস্য সাইফুল ইসলাম হত্যা মামলায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাতভর অভিযান চালিয়ে সদর উপজেলার ডাকবাংলা এবং চুয়াডাঙ্গা জেলার বদরগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে হত্যাকান্ডে ব্যবহৃত হাসুয়া।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, রাতে সদর উপজেলার বোড়াই গ্রাম থেকে মিজানুর রহমান ও চুয়াডাঙ্গার বদরগঞ্জ থেকে আকিমুল ইসলাম নামের ২ জন গ্রেফতার করা হয়। পরে আকিমুলের দেওয়া তথ্য মতে উদ্ধার করা হয় হত্যাকান্ডে ব্যবহৃত হাসুয়া।
ওসি আরো জানান, রাতে বদরগঞ্জ বাজার থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে ডাকাতরা সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে। রাতেই নিহতের পিতা হাবিবুর রহমান বাদি হয়ে অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করে।
নিহত সাইফুল ইসলাম টাঙ্গাইলের ঘাটাইলে সেনানিবাসের মেডিকেলের সৈনিক পদে কর্মরত ছিলেন।