শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন

কুড়িগ্রামে পুলিশে নিয়োগ পরীক্ষা দিতে এসে যুবকের কারাদন্ড

কুড়িগ্রামে পুলিশে নিয়োগ পরীক্ষা দিতে এসে যুবকের কারাদন্ড

মো: জাহিদ, কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামে পুলিশ নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে পুলিশের হাতে আটক বিক্রম মন্ডল(২৩) নামের এক যুবককে মোবাইল কোর্টে ১৫ দিনের জেল দিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

রোববার (৪ মে) কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষা কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল ও কলেজে অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্নের লক্ষ্যে কয়েক স্তরের নিরাপত্তা তল্লাশি পরিচালনা করে কুড়িগ্রাম জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় টিআরসি পদে পরীক্ষার্থী মোঃ রাশেদুল ইসলাম রোল নং- ১৭১০১৯৬ এর পরিবর্তে বিক্রম মন্ডল (২৩) পিতা- বিশ্বনাথ মন্ডল, সাং- কামারধা, থানা- পেরশা, জেলা- নওগাঁ নামের একজন ভূয়া পরিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রক্সি পরীক্ষা দিতে আসলে লিখিত পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা পুলিশ সদস্যের সন্দেহ হয়। পরে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের মেইন গেটে প্রবেশের সময় তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, আটক ভূয়া পরীক্ষার্থী প্রক্সি পরীক্ষা দেওয়ার বিষয়টি স্বীকার করেন এবং তাকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন কুড়িগ্রামের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্পুর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ চলছে। রোববার লিখিত পরীক্ষায় আমরা একজন ভূয়া পরিক্ষার্থীকে আটক করেছি এবং নিয়োগ সংক্রান্তে কারো সাথে কোন প্রকার অনিয়ম ও আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে অনুরোধ করছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com