শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

কালীগঞ্জে সাংবাদিক সুবর্ণা নদী হত্যার প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি॥ সারাদেশে সাংবাদিক নির্যাতন ও পাবনায় নারী সাংবাদিক সুবর্ণা নদীকে হত্যার প্রতিবাদ ও অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

রোববার সকালে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

প্রেসক্লাব কালীগঞ্জের আয়োজনে মানববন্ধনে অংশ নেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ, সাবেক পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, প্রেসক্লাব কালীগঞ্জের সভাপতি জাকারিয়া হোসেন, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, সিমলা রোকনপুর ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন, মহিদুল ইসলাম মন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হেলাল উদ্দিন, কৃষকলীগের উপজেলা সাধারণ সম্পাদক আমিনুর রহমান তপু, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান মনটু, সাখাওয়াত হোসেন প্রমুখ। এছাড়া কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধন কর্মসূচীতে সারাদেশে সাংবাদিক নির্বাচন বন্ধ ও পাবনায় নারী সাংবাদিক সুবর্ণা নদীর হত্যাকান্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com