শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:২২ অপরাহ্ন

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন তিনি।

শুক্রবার রাজধানী অটোয়ার রিডো হলে শপথ গ্রহণ করেন কার্নি। এদিন বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন এবং তার ৩৭ সদস্যের মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন। এরমাধ্যমে দেশটিতে অবসান হলো জাস্টিন ট্রুডো অধ্যায়ের।

মূলত কানাডায় এক অস্থির সময়ে কার্নি দায়িত্ব নিলেন, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে দীর্ঘদিনের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ চলছে।

এর আগে গত ১০ মার্চ তিনি লিবারেল পার্টির দলীয় প্রধান নির্বাচিত হন। আর সংবিধান অনুযায়ী দলীয় প্রধান হিসেবে তিনি প্রধানমন্ত্রিত্ব গ্রহণের দায়িত্ব পান। এদিন ৫৯ বছর বয়সি কার্নি ৮৬ শতাংশ ভোট পেয়ে সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে পরাজিত করেছেন, যেখানে ১ লাখ ৫২ হাজার দলীয় সদস্য ভোট দিয়েছেন।

এদিকে ট্রুডো জানুয়ারিতে ঘোষণা করেছিলেন যে নয় বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকার পর তিনি পদত্যাগ করবেন, কারণ তার জনপ্রিয়তার হার কমে যায়, যার ফলে ক্ষমতাসীন লিবারেল পার্টি তার স্থলাভিষিক্ত হওয়ার জন্য দ্রুত প্রতিযোগিতায় নামতে বাধ্য হয়।

অন্যদিকে রাজনীতিতে নবীন কার্নি যুক্তি দিয়েছিলেন, দলকে পুনরুজ্জীবিত করার এবং ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা তদারকি করার জন্য তিনিই সবচেয়ে উপযুক্ত, যিনি কানাডার রপ্তানি-নির্ভর অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারে- এমন অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিচ্ছেন।

উল্লেখ্য, কার্নি এর আগে কানাডা এবং ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সূত্র: আনাদোলু

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com