রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

কাজী নজরুলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন শহিদ ওসমান হাদি

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত হবেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শহিদ শরিফ ওসমান হাদি।

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

এছাড়া ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ওসমান হাদিকে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। এ ছাড়া মানিক মিয়া অ্যাভিনিউতে আগামীকাল বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ কারণে আজকের পরিবর্তে আগামীকাল শনিবার ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আনা হবে।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ নিয়ে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৫৮৫ ঢাকায় পৌঁছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com