রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:২৯ অপরাহ্ন

উলিপুরে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

উলিপুরে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে সাদপন্থীদের কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে বন্ধ ঘোষণা ও ইজতেমায় নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর মসজিদুল হুদার সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা মসজিদের ইমাম শাহাদত বিন শফি, ফুলতলা মসজিদের ইমাম মাও. এনাম, জুম্মাহাট বাজার হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ মাও. ইয়াছিন আলী, পাঁচপীর বাজার জামে মসজিদের ইমাম মাও. মাসুদুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সাদপন্থীরা সন্ত্রাসী, তাদেরকে নিষিদ্ধ করা হোক। তারা বাংলাদেশে মুসলমান পরিচয়ে বসবাস করতে পারবে না। ইজতেমায় নৃশংস হত্যাকাণ্ডে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com