রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:২৫ অপরাহ্ন

উলিপুরে কম্বল পেয়ে খুশি চরাঞ্চলের শীতার্ত মানুষ

উলিপুরে কম্বল পেয়ে খুশি চরাঞ্চলের শীতার্ত মানুষ

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামে শীতের তীব্রতা বেড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় কষ্ট বেড়েছে খেটে খাওয়া দিনমজুর শীতার্ত মানুষগুলোর। এসব মানুষগুলোর পাশে দাঁড়াতে উপহারের হাত বাড়িয়ে দিয়েছেন জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদী বেষ্টিত সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চরে ১২৫ জন দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদ্দাম হোসেন জানান, কুড়িগ্রামের মানুষজন শীত ও বন্যায় অনেক কষ্টে জীবন-যাপন করেন। প্রতিবছর শীতার্ত মানুষ ও বন্যার্তদের সহযোগিতা করে আসছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com