মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

সাভার প্রতিনিধি:: ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলি করে হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাজু আহম্মেদ (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে প্রিজনভ্যানে করে ঢাকার আদালতে পাঠানো হয়।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির।

এর আগে, শনিবার বিকেল সোয়া ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বুড়িরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফাতার রাজু নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা জেলা উত্তরের উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ও আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং আশুলিয়ার ভাদাইল এলাকার মো. চাঁন মিয়ার ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাজু আহম্মেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রত্যক্ষভাবে একাধিক হত্যার ঘটনায় নেতৃত্ব দিয়েছে। তার বিষয়ে পর্যালোচনা করে একাধিক ভিডিও ফুটেজে দেখা যায় কোথাও হেলমেট পরিহিত দেশীয় অস্ত্রসহ, কোথাও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর আগ্নেয়াস্ত্র দ্বারা আক্রমন করছে। মাথায় হেলমেট পড়ে সক্রিয় ভুমিকা পালন করে রাজু আহমেদ। পরে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফাতার করা হয়।

আশুলিয়া থানার ওসি নূর আলম সিদ্দিকী বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাজু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সরাসরি নেতৃত্ব দিয়েছেন। এ বিষয়ে একাধিক তথ্য ও ফুটেজ মিলেছে। তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com