শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন

‘স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের ভূমিকা’ শীর্ষক কর্মশালা

মোঃ মিজানুর রহমান মিজান, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ স্থানীয় পর্যায়ে কর্মরত সরকারি সংস্থা এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক এনজিও এর নিজস্ব প্রচার বিষয়ক (আউটরিচ) কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ জনগণের মাঝে গ্রাম আদালত বিষয়ক সচেতনতা বাড়ানো এবং তাদেরকে বিচারিক সেবা নিতে উৎসাহিত করার লক্ষ্যে ৯ মে ২০১৮ রোজ বুধবার বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ‘স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সরকার, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) এর আর্থিক সহায়তায় স্থানীয় সরকার বিভাগ কর্র্তৃক বাস্তবায়নাধীন “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প” এর সহযোগীতায় বরগুনার অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-পরিচালক ভারপ্রাপ্ত মোঃ মাহবুব আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোখলেছুর রহমান, জেলা প্রশাসক ,বরগুনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার সিভিল সার্জন ডাঃ মোঃ হুমায়ুন শাহীন খান ও সিনিয়র এসএসপি সার্কেল মোঃ আব্দুল ওয়ারেস।

কর্মশালায় বরগুনায় কর্মরত গুরুত্বপূর্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠনের কর্মকর্তাবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিক বৃন্দ, ইউপি চেয়ারম্যান, ও গ্রাম আদালতের সুবিধাভোগী, প্রকল্পের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। কর্মশালা সঞ্চালনা করেন প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর কমল ব্যানার্জী।

কর্মশালায় প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব মোঃ মোখলেছুর রহমান বলেন, গ্রাম আদালত এমন একটি যায়গা সেখানে দরিদ্র গ্রামের জনগন সহজেই ন্যায় বিচার পেতে পারে তিনি গ্রাম আদালত আইন ২০১৩,২০১৬ (সংশোধিত) এবং বিধিমালা ২০১৬ অসুসরন করে গ্রাম আদালত কার্যক্রম বাস্তবায়নে গ্ররুত্ব আরোপ করেন। তিনি কর্মশালায় উপস্থিত সরকারী ও বেসরকারী সংস্থার প্রতিনিধিদের তাদের মাঠ পর্যায়ের উদ্বুদ্ধকরণ কার্যক্রমের কমিউনিটির জনগনকে গ্রাম আদালত বিষয়ে ধারনা প্রদান এবং উদ্ধুকরনের নির্দেশ দেন।

জেলা প্রশাষক কর্মশালার মাধ্যমে এ বিষয়ে একটি কর্মপরিকল্পনা তৈরীর আহবান জানান। কর্মশালায় উপস্থিত প্রত্যেক অংশগ্রহনকারীগন তাদের মাঠ পর্যায়ের কার্যক্রমে গ্রাম আদালত বিষয়ে প্রচারনার বিষয়টি অর্ন্তভুক্ত করার অংগীকার করেন ্এবং এ বিষয়ে সমন্বিত কর্মপরিকল্পনা প্রস্তুত করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com