শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥
গত ৯ এপ্রিল (মঙ্গলবার) শান্তিপূর্ণ ভাবে সেতাবগঞ্জ চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন ২০১৯ সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে প্রশান্ত কুমার চৌহান (চেয়ার প্রতীক) ৩৪০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ জামাল হক (গরুগাড়ী প্রতীক) পেয়েছে ২৫১ ভোট, মোঃ ইলিয়াস আলী সরকার (গোলাপফুল প্রতীক) ৩৭৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ তোফাজ্জ্ল হোসেন (বাই-সাইকেল প্রতীক) পেয়েছে ২২১ ভোট।
এছাড়াও এবিএম জাহাঙ্গীর হোসেন (খেজুরগাছ প্রতীক) ৩৬৮ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ বদরুদ্দোজা (দোয়াত-কলম প্রতীক) পেয়েছে ২৩১ ভোট, মোঃ করিম আলী, (বটগাছ প্রতীক) ২৫৬ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি সুরেশ চন্দ্র রায় (কাঁচি প্রতীক) পেয়েছে ১৩৭ ভোট, মোঃ শরিফুল ইসলাম (হাঁস প্রতীক) ৩৫৮ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ জাহিদুল ইসলাম (আনারস প্রতীক) পেয়েছে ১৮২ ভোট, মোঃ আব্বাস আলী (চশমা প্রতীক) ৩১২ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ রবিউল ইসলাম (হাত পাখা প্রতীক) পেয়েছেন ১৭৪ ভোট, মোঃ রফিকুল ইসলাম (রবি) (কলম প্রতীক) ২৮৯ ভোট পেয়ে দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি রতন সরকার (চাকা প্রতীক) পেয়েছে ১৭১ ভোট, মোঃ আমিনুল হক (টেলিভিশন প্রতীক) ১৩৪ ভোট পেয়ে এবং মোঃ হাসান আলী ভূইয়াঁ, (চিরনী প্রতীক) ১৩১ ভোট পেয়ে ২ জন “ক” এলাকার সদস্য নির্বাচিত হয়েছেন, মোঃ মহসিন আলী (টেলিভিশন প্রতীক) ১৩৭ ভোট পেয়ে “খ” এলাকার সদস্য এবং মোঃ আব্দুস সাত্তার (বদনা প্রতীক) ৭৪ ভোট পেয়ে “গ” এলাকার সদস্য নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে পালন করেন চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) সৌমিত্র নারায়ন মুন্সী।