শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, সু-শৃংখল জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই আমরা যদি সু-শিক্ষা অর্জন করতে না পারি তাহলে দেশ পিছিয়ে যাবে। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে ব্যাপক পদক্ষেপ গ্রহন করেছে। প্রতিমন্ত্রী দেশের সার্বিক উন্নয়নের সার্থে শিক্ষার মান ধরে রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।
আজ শনিবার সকালে ৮ কোটি ১৬ লক্ষ টাকা ব্যায়ে বোচাগঞ্জ উপজেলার ১নং-নাফানগর ইউনিয়নের পরিয়্ালপুর, বড়সুলতানপুর উচ্চ বিদ্যালয় এবং ৩নং- মুর্শিদহাট ইউনিয়নের কড়ই উচ্চ বিদ্যালয়সহ ৩টি বিদ্যালয়ে ৪তলা বিশিষ্ট ভবণের ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন প্রতিমন্ত্রী একথা বলেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।