বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন

সুনামগঞ্জে ঘরে ঢুকে মা-ছেলেকে কুপিয়ে হত্যা

সুনামগঞ্জে ঘরে ঢুকে মা-ছেলেকে কুপিয়ে হত্যা

সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জ পৌর শহরের সদর হাসপাতাল রোডের এসপি বাংলোর পাশের একটি বাসা থেকে মা-ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোর রাতের কোন এক সময় এই ঘটনা ঘটে। সকালে গৃহকর্মী কাজে এসে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশী ও পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক।

নিহতরা হলেন- মৃত জাহিদুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম (৪৫) ও তার ছেলে মিনহাজুল ইসলাম (২০)। নিহত মা-ছেলে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বশিয়াখাউরি গ্রামের বাসিন্দা। শহরে এক আত্মীয়ের বাসায় ভাড়া থাকতেন তারা।

পুলিশ ও স্বজনদের তথ্য মতে জানা যায়, প্রবাসী আত্মীয়ের বাসায় ফরিদা বেগম, তার ছেলে এবং তাদের দুঃসম্পর্কের বোনের পরিবার একই বাসায় থাকতেন। গৃহকর্মী ও প্রতিবেশীরা সকালে এসে মা-ছেলের গলাকাটা মরদেহ ও তাদের পাশে রক্তাক্ত বটি-দা পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থল থেকে ফরিদার খালাতো বোন নারগিসকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেলেও তার বড় ছেলে ফয়সাল ও ছোট ভাইকে পাওয়া যায়নি। অসুস্থ অবস্থায় নার্গিসকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজ করছে পুলিশ। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com