শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
মোঃ ইসলাম হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি::
সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মোঃ লিটন শেখ ও শুভ সরকার নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিরাজগঞ্জ এর স্পেশাল কোম্পানীর সদস্যরা।
রবিবার বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-১২’র কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কাশেম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পহেলা মার্চ (রবিবার) গোপন সংবাদের ভিত্তিতে জেলার সলঙ্গা থানাধীন চড়িয়া শিকার দক্ষিণপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ আঃ মান্নান শেখের ছেলে মোঃ লিটন শেখ (৩২) ও উল্লাপাড়া থানার বোয়ালিয়া পশ্চিমপাড়া গ্রামের শ্রী শ্যামল কুমার সরকারের ছেলে শুভ সরকার (২৮) কে দুই কেজি গাঁজা, এবং দুটি মেবাইলফোনসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীদের বিরোদ্ধে জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজুু করেন।