শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
মোঃ ইসলাম হোসেন, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ::
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর নাটোর রোডে বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় রমজান উপলক্ষে দুটি হোটেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন আইনে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুর রহমান এই আদালত পরিচালনা করেন।
সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান জানান, নাটোর রোডে মুক্তা সুপার হোটেলে মাংসের দাম বেশি বিক্রি এবং হোটেল স্যাঁতস্যাঁতে থাকার কারনে মোট ৪ হাজার টাকা এবং একই অভিযোগে ভাই ভাই হোটেলে ৬ হাজার টাকা সহ সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছ।