শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন
মোঃ ইসলাম হোসেন, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ::
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের উপ-সহকারী কর্মকর্তা দাবীকৃত ঘুষের টাকা না পেয়ে বৈধ দখলী জমি জবর দখল দেখিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেন উল্লেখিত ইউনিয়নের মালতিনগর গ্রামের আকবর আলী তালুকদারের ছেলে আব্দুল মজিদ তালুকদার। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবার অভিযোগ পত্র দাখিল করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মালতীনগর মৌজায় আব্দুল মজিদের প্রৈতিক সম্পত্তিতে একই গ্রামের জামাল উদ্দিন ও তার ছেলেসহ আত্মীয় স্বজন জবর দখলের চেষ্টা করে।
এ বিষয়ে ১৯ এপ্রিল জেলা ম্যাজিষ্ট্রে আদালতে আব্দুল মজিদ ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং এম আর ৯২/২০১৯। রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে উক্ত বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। সহকারী কমিশনার (ভূমি) রায়গঞ্জ, আদালতের আদেশ প্রাপ্তের পর ধুবিল ইউনিয়ন উপ-সহকারী (ভূমি) কর্মকর্তা জেহাদুল ইসলাম সরকারের উপর দায়িত্ব অর্পন করেন। জেহাদুল ইসলাম সরেজমিনে গিয়ে আব্দুল মজিদের নিকট শতক প্রতি ৫ হাজার টাকা ঘুষ দাবী করেন। এতে রাজি না হওয়ায় তদন্ত প্রতিবেদনে আব্দুল মজিদের বৈধ দখলী জমিকে জবর দখল দেখানো হয়েছে।
এব্যাপারে উপ-সহকারী (ভূমি) কর্মকর্তা জেহাদুলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘুষ দাবীর কথা অস্বীকার করেন। এ বিষয়ে মুঠোফোনে রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুসরাত আজমেরী হক এর কাছে জানতে চাইলে তিনি বলেন,এ মর্মে একটি লিখিত অভিযোগ পেয়েছি,অভিযোগের সত্যতা যাচাই পুর্বক প্রয়োজনীয় ব্যাবস্থা নিব।