বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন
সিরাজগাঞ্জ প্রতিনিধি:: সিরাজগঞ্জে র্যাব ১২ এর পৃথক দুটি বিশেষ অভিযানে সরকারী বিক্রয় নিষিদ্ধ ঔষুধসহ ৩ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন এলাকায় এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন- শরিফুল ইসলাম (২৮), আব্দুল কুদ্দুস (২৬) ও আবু সামা (৩৮)।
এসময় তাদের কাছ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্পদ “ক্রয় বিক্রয় আইনত দন্ডনীয় অপরাধ লেখা বিক্রয় নিষিদ্ধ সরকারী ঔষধ superdex-৯৬ পিস, spinocan-২০০পিস, pantoprazole- ২০০০পিস, Ceftriaxone ইনজেকশন ৫০ পিস, urine bag ১২০ পিস, lnj k mm . ৩৫ পিস, esoral 40 mg. ২০০০পিস, ডিস্ট্রিল ওয়াটার ১০০পিস, trugut ৫৮৮ পিস, catheter ১৮০ পিস ও ৩টি মোবাইল ফোন সহ যার বাজার মূল্য আনুমানিক ১ লাক্ষ পনের হাজার টাকা।
র্যাব-১২ এর পক্ষ হতে প্রেস বিফিংয়ে, এ্যডিসনাল এসপি মোঃ সাকিবুল ইসলাম খান বলেন, গ্রেফতারকৃত আসামীগন দীর্ঘদিন যাবৎ পরস্পরের যোগসাজশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পোতাজিয়া, শাহজাদপুর এর মেডিসিন ষ্টোর কিপার চিত্ররনঞ্জ সাহ (৬০) এ/পি শ্যামলীপাড়া থানা উল্লাপাড়া এর নিকট হতে-সরকার হতে দেয়া দুস্থদের বিনা মূল্যের ঔষুধ ও চিকিৎসা সামগ্রী চুরি করে উল্লাপারা থানার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।
এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। র্যাবের এ ধরনের অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃঙ্খলা বাহীনির এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে বাংলাদেশকে একটি অপরাধ ও দুর্নীতি মুক্ত স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলবে বলে আশা প্রকাশ করেন।