শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন
মোঃ ইসলাম হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি::
সিরাজগঞ্জে র্যাব-১২,কর্তৃক ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
গত শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটের সময় সিরাজগঞ্জ র্যাব-১২, এর কোম্পানী কমান্ডার মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন দিয়ার বৈদ্যনাথ (শিয়ালকোল) গ্রামে মোঃ আঃ মান্নান সূর্য(৪৫), পিতা- মৃত বোরহান আলীর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে মোঃ শহিদুল ইসলামের স্ত্রী মোছাঃ সাজেদা খাতুন (৪২) দিয়ারবৈদ্যনাথ, থানা-সদর, জেলা-সিরাজগঞ্জকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।