বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১২:২৯ অপরাহ্ন

সিরাজগঞ্জে ছয় আসনে আ.লীগের মনোনয়ন, ৪ জন পুরাতন নতুন মুখ ২

মোঃ ইসলাম হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি::

সিরাজগঞ্জের ছয়টি আসনেই আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। এদের মধ্যে বর্তমান চারজন সংসদ সদস্য থাকলেও বাদ পড়েছেন ২ জন।

গতকাল রবিবার সকাল থেকে মনোনয়নপ্রাপ্তরা আওয়ামী লীগের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কার্যালয় থেকে দলীয় সভাপতি শেখ হাসিনার স্বাক্ষর করা চিঠি গ্রহণ করেন।

মনোনয়ন প্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে ডা. আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া ও সলঙ্গা) তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে আব্দুল মমিন মন্ডল এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) হাসিবুর রহমান স্বপন।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা) আসনের বর্তমান সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন মনোনয়ন বঞ্চিত হয়েছেন।অপরদিকে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আব্দুল মজিদ মন্ডল নির্বাচন করবেন না ঘোষণা দেয়ায় তার ছেলে আব্দুল মমিন মন্ডলকে মনোনয়ন দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com