বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ইয়াবা ব্যবসায়ী ও সাজাঁপ্রাপ্ত আসামীসহ আটক ২

মোঃ ইসলাম হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি:: গত ১৭ অক্টোবর বিকাল ৪ টায় সিরাজগঞ্জ ক্যাম্পের স্কোয়ার্ড কমান্ডার সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর বিশেষ অভিযানে ইয়াবা ব্যবসায়ী ও সাজাঁপ্রাপ্ত আসামীসহ ২ জনকে আটক করে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ র‍্যাব-১২ সহকারী পুলিশ সুপার জনাব মো: খলিলুর রহমানের নেতৃত্বে সিরাজগঞ্জ কামারখন্দে চাঁদপুর গ্রামে অভিযান পরিচালনা করে মো: আউয়াল শেখ (৩০)কে ২০ পিস ইয়াবা ও ৭ টি মোবাইল সেট ও মাদক বিক্রয়ের নগদ ১৪ হাজার টাকাসহ হাতে নাতে গ্রেফতার করে। পরে র‍্যাব-১২ কামারখন্দ থানায় মামলা রুজু করা হয়।

অপরদিকে, একই অফিসার সিরাজগঞ্জ রোড হাটিকুমরুল গোলচত্বরে অভিযান পরিচালনা করে বগুরা জেলার নন্দিগ্রাম থানার কোর্ট পিটিশন মামলা নং-৯৭ পি/১৩ইং মূলে ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত ও নাটোর জেলার সিংড়া থানার মামলা নং-২৩ এর এজাহার নামীয় আসামী মো: মোজাম্মেল হককে গ্রফতার করে নাটোর সিংড়া থানায় হস্তান্তর করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com